• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক  

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
সুনামগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য  জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক  
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ১৬ মার্চ  দুপুর ২ টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  ইমরান শাহরীয়ার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময়ে তিনি মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ঘরসমূহের উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময়ে উপকারভোগীদের জমি ও গৃহ প্রাপ্তি বিষয়ে কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেন। তিনি গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।