• ২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আ’লীগের সংবাদ সম্মেলন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ ::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জানান, ১৭ মার্চ বুধবার জাতির পিতার জন্ম শতবার্ষিকী। দিবসটি জেলা শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হবে। জুবিলীর মাঠে বঙ্গবন্ধুর বিশাল আকারে প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। শহর সেজেছে বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালনে। উৎসবে উৎসবে দিনটি যাপন করতে উপজেলা থেকে লোকজন অনুষ্ঠান শেষে জেলার অনুষ্ঠানে যোগ দেবেন। এ লক্ষেই বিকেল ৩টা ৩০ মিনিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হবে। বিকেল ৪ টায় জাতীয় সংগীত পরিবেশন, বিকেল ৪টা ২০ মিনিটে আলোচনা সভা, সন্ধ্যা ৭ টায় কেক কাটা ও আতশবাজী প্রদর্শন। মুক্তিযুদ্ধের আগে ও পরে নিবেদিত ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। সন্ধ্যা ৮ টায় দেশ বরেণ্য শিল্পীরা গানে গানে মাতিয়ে তুলবেন। এবং দেশখ্যাত আবৃত্তিকার কবিতা আবৃতি করবেন। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। অন্যান্যদের উপস্থিত ছিলেন, সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, রেজাউল করিম, এড. খায়রুল কবির রুমেন , যুগ্ম সাধারন সম্পাদক এড.নান্টু রায়, এড.হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, আইন বিষয়ক সম্পাদক এড. মো. আব্দুল করিম,সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দীকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. আবুল আজাদ রুমন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন, সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, আওয়ামীলীগ নেতা সুবীর তালুৃকদার বাপ্টু ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।