• ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

ছাতকের সিংচাপইড় ইউনিয়নে মনোনয়ন দৌড়ে সাহেল ইন,মোজাহিদ আলী আউট

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে মনোনয়ন দৌড়ে সাহেল ইন,মোজাহিদ আলী আউট

 

ছাতক প্রতিনিধি: ছাতকের সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। ১৫ মার্চ দলীয় মনোনয়ন বোর্ড এ ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলীর নাম ঘোষণা করলেও পরবর্তীতে তা সংশোধন করা হয়েছে। ছাতকের সিংচাপইড় ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হচ্ছেন শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবার দলীয় মনোনয়ন হাতে পেয়েছেন শাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। আসন্ন নির্বাচনে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি।