• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে আল-হিকমাহ হাফিজিয়া মাদরাসায় ছবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২১
ছাতকে আল-হিকমাহ হাফিজিয়া মাদরাসায় ছবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর আল হিকমাহ হাফিজিয়া মাদরাসায় ছবক প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর মাদরাসা প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করেন বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আল হিকমাহ হাফিজিয়া মাদরাসা কল্যাণপুরের পরিচালনা কমিটির সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী এবং মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, প্রভাষক মাওলানা আবুল খায়ের নোমান। মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. শাহজাহান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী মাওলানা হাফেজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কল্যানপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জটি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান, শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমদ কাসেমী। মাহফিলে জটি মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আশরাফ খাঁন, দোলারবাজার ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবদুল জলিল, আল হিকমাহ হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি ফিরোজ মিয়া, সদস্য আলী আকবর, আপ্তাব মিয়া, মুবাশ্বির আলী, আসিক মিয়া, মহরম আলী, আবদুল মালিক, আলমপুর জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, খোয়াজ আলী, সমরু মিয়া, আমির আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মাদরাসার ৩৬জন শিক্ষার্থীদের হিফজে ছবক প্রদান করেন প্রধান অতিথি। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আল হিকমাহ হাফিজিয়া মাদরাসার সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কারী শিপন আহমদ। খতমে খাজেগান পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবুল খয়ের নোমান এবং না’তে রাসুল (সাঃ) পরিবেশন করেন শফিকুল ইসলাম।