• ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকের তিন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২১
ছাতকের তিন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

 

ছাতক প্রতিনিধি :: প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

প্রথম ধাপে ছাতকের নোয়ারাই, ভাতগাওঁ ও সিংচাপইড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নোয়ারাই ইউনিয়নে আফজাল আবেদীন আবুল, ভাতগাওঁ ইউনিয়নে আওলাদ হোসেন ও সিংচাপইড় ইউনিয়নে মোজাহিদ আলী।

এদের মধ্যে আওলাদ হোসেন ও মোজাহিদ আলী বর্তমান চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

এদিকে আফজাল আবেদীন আবুল বিগত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন।

নির্বাচন কমিশন সুত্র অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত ১১ এপ্রিল।