• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সৌদিতে স্বাধীনভাবে চাকরি পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৪, ২০২১
সৌদিতে স্বাধীনভাবে চাকরি পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা

 ঢাকা প্রতিনিধিঃ  শ্রম আইনে ঐতিহাসিক সংস্কার এনেছে সৌদি আরব সরকার। এর ফলে এখন থেকে দেশটিতে বেসরকারি খাতে কর্মরত প্রবাসী শ্রমিকরা নিজেদের কাজের গতিশীলতা উন্নতকরণ, ইচ্ছে মতো প্রতিষ্ঠান পরিবর্তন এবং মালিকদের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। আজ রবিবার (১৪ মার্চ) থেকে নতুন এ আইনটি কার্যকর হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, আকর্ষণীয় জব মার্কেট গড়ে তুলতে সৌদি সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশি শ্রমিকদের নিয়োগ বিষয়ক ‘কাফালা’ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এ আইনে প্রবাসী শ্রমিকদের সরাসরি সরকারি চাকরিতে আবেদন করারও অনুমতি দেবে। সুত্র দৈনিক ইত্তেফাক