তবে সাকিব এবার প্রমাণ করলেন, নিজের ধর্মের প্রতি তার টান কতটুকু। মাগুরার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানা বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
শুরু থেকেই সাকিব বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন। তবে তারকা ক্রিকেটার বলে কথা। তাই ইতোমধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই জেনে গেছেন।
মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে আনুমানিক ৩০ লাখ টাকার মতো। এ নিয়ে কথা বলার জন্য সাকিবের বাবা মাশরুর রেজার সাথে যোগাযোগ করেছিলেন গণমাধ্যমকর্মীরা। তবে তিনি কিছু বলতে রাজি হননি।