• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খেলাধুলার মানোন্নয়নে আমাদের সরকার উপজেলা সদরে স্টেডিয়াম নির্মাণ করেছে:সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
খেলাধুলার মানোন্নয়নে আমাদের সরকার উপজেলা সদরে স্টেডিয়াম নির্মাণ করেছে:সাংসদ মানিক

ছাতক প্রতিনিধি: ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করে খেলাধুলার মানোন্নয়নের কাজ চলছে। তিনি  ছাতকের ইসলামপুর ইউনিয়নের গনেশপুর মাঠে জিপিএল টি২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শনিবার বিকেলে ইউনিয়নের নোয়াগাও বনাম বাহাদুরপুর টিমের মধ্যে ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইন্যাল ম্যাচে নোয়াগাও ক্রিকেট টিম বাহাদুরপুর টিমকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। ফাইন্যাল ম্যাচে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,

ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, বিল্লাল আহমদ, কাজী আনোয়ার মিয়া, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ, রফিকুল ইসলাম কিরণ, বাবুল রায়,যুবলীগ নেতা মিনহাজুর রহমান তাপস, ইসতিয়াক আহমদ তানভীর, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, স্থানীয় মাও.আকিক হোসেন, সাদিকুর রহমান, হাজী জামিল আহমদ, কামরুজ্জামান,

আব্দুল বারী চপল, মুরাদ আহমদ, রাসেল মাহমুদ, আনোয়ার হোসেন সহ ইসলামপুর যুব সংস্থার সদস্য এবং এলাকার ক্রীড়ামোদীগণ উপস্থিত ছিলেন।