লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: ১২ মার্চ, ২০২১ সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণের সাথে সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণির কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, মানবাধিকার কর্মী, আইনজীবী, সংবাদ মাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার জনগণের সাথে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক, মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, এনডিসি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম, জাতীয় মানবাধিকার কমিশনের জাতীয় পরামর্শক ড. আবুল হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল-মাহমুদ ফায়জুল কবীর (জেলা জজ), জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম, পুলিশ সুপার, সুনামগঞ্জ মোঃ মিজানুর রহমান বিপিএম, পাবলিক প্রসিকিউটর, সুনামগঞ্জ এ্যাড. শামছুনাহার বেগম শাহানা রব্বানী, উপজেলা নির্বাহী অফিসারগণ, জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক ও মাননীয় চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আজহার হোসেন, জেলার বিভিন্ন শ্রেণির কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, মানবাধিকার কর্মী, আইনজীবী, সংবাদ মাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার জনগণ।