• ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বের সবচেয়ে দামি ওষুধের অনুমোদন দিলো ব্রিটিশ এনএইচএস

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১২, ২০২১
বিশ্বের সবচেয়ে দামি ওষুধের অনুমোদন দিলো ব্রিটিশ এনএইচএস

বিবিএন নিউজ ডেস্ক : জিনগত অসুখ নিরাময়ে সক্ষম এমন একটি ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। জোলজেনসমা নামের ওই ওষুধটি এখন পর্যন্ত বিশ্বের সবথেকে দামি ওষুধ। এর দাম প্রায় ১৮ লাখ পাউন্ড বা ২১ কোটি ৩৩ লাখ টাকা। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এনএইচএস।

এই ওষুধটি ব্যবহার করা হয় মেরুদণ্ডের পেশী ক্ষয় রোধ করতে। এটি একটি বিরল রোগ এবং জিনের মাধ্যমে এই রোগ বংশানুক্রমে ছড়িয়ে পরতে পারে। এটি প্যারালাইসিস, পেশী দুর্বলতা ও চলাচলে অক্ষমতার কারণ। এই ওষুধ প্রয়োগে শিশুদের মধ্যে এই জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত অসুখ থাকলে তা থেকে নিরাময় পাওয়া যায়।

এটি ব্যবহারে যেসব শিশু ভেন্টিলেটর ছাড়া শ্বাস নিতে পারতো না, একা একা বসতে পারতো না কিংবা হাটতে পারতো না তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠছে।

এনএইচএস জানিয়েছে, এই ওষুধে আছে  Onasemnogene Abeparvovec যা নার্ভের মধ্যে দিয়ে গিয়ে জিন তৈরি করে। এরপর এই জিন শরীরের পেশীর চলাচলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি প্রয়োগে দ্রুতই ফলাফল পাওয়া যায়। এটিকে তাই লাইফ-চেঞ্জার বলে আখ্যায়িত করেছে এনএইচএস। (জনমত )