• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিক্ষক ফজলুর রাহমানের ইনতেকাল, এলাকায় শোকের ছায়া

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১১, ২০২১
শিক্ষক ফজলুর রাহমানের ইনতেকাল, এলাকায় শোকের ছায়া

এ এম সমুজঃ দোয়ারাবাজার  উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মরহুম মাফিজ আলী মাষ্টারের ছোট ছেলে বালিউরা রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রাহমান ব্রেইনষ্টু্ক করে নিজ বাড়িতে আজ বিকেল ৫ টায় ইনতেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজীউন)

তিনি বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী জিন্দাবাজারস্হ ” সুরমা ট্রেড এন্ড ট্যুর এর স্বত্যাধিকারী মাকসুদুর রাহমান এবং নরসিংপুর ইউনিয়ন জামায়তের সাবেক আমীর খলীলুর রাহমানের ছোট ভাই।

উল্লেখ্য যে, মরহুম ফজলুর রাহমান নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক নমুর জামাতা। তিনি দুই সন্তানের জনক।