• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে শিল্পমন্ত্রী:শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১১, ২০২১
ছাতকে শিল্পমন্ত্রী:শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল

 

রেজাউল করিম রেজা, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমাউন বলেছেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনেই সারা বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। সারা বিশ্বে করোনা কালীন দুঃসময়ে বাংলাদেশের মানুষ ভালো আছেন। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। এখানে সৌদি আরবের কোম্পানী বড় একটি প্রতিষ্টান স্থাপনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এদেশের রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্টান গুলোকে অধুনিকায়নের জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম দেখে এখন বিরোধীদল নানা সমালোচনা করছে। তাদের চোখে উন্নয়ন দেখে না। ছাতক সিমেন্ট কারখানা আধুনিকায়ন হলে এটি একটি লাভজনক প্রতিষ্টানে পরিনত হবে।


বৃহস্পতিবার বিকেল ৫টায় সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন (বিসিআইসি)’র নিয়ন্ত্রনাধীন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্টান ছাতক সিমেন্ট কোম্পানীতে ৮শ’৯০ কোটি টাকা ব্যয়ে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস প্রকল্প কাজের আনুষ্টানিক উদ্বোধন শেষে কারখানার সিসিএফ অডিটোরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান সরকার শিল্প-কারখানার উন্নয়নে কাজ করছে। দেশে এখন বিদেশী বিনিয়োগ বাড়ছে। করোনাকালীন সময়েও দেশের মানুষের কল্যানে নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার।
নিয়মিত ডিউটি করে কারখানার উন্নতিতে অধিক মনযোগ দেয়ার জন্য কারখানার শ্রমিক নেতাদের প্রতি আহবান জানান।


কারখানার কোন ক্ষতি হবে, এমন কোন রাজনীতি না করার জন্য শ্রমিকদের নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ছাতক সিমেন্ট কোম্পানীর নতুন প্রকল্প কাজে কোন প্রকার অনিয়ম-দূর্ণীতি বরদাস্ত করা হবে না বলে হুসিয়ারী দেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, শিল্প নগরী ছাতক বিট্রিশ আমল থেকেই চুনাপাথর ব্যবসার জন্য প্রসিদ্ধ থাকায় এখানে সিমেন্ট কারখানা স্থাপিত হয়। এই সিমেন্ট কারখানাকে বিক্রি করতে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র হয়েছে। ছাতকের আরেকটি প্রতিষ্টান সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ বিএনপি সরকারের আমলে পানির দামে বিক্রি করা হয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলেই ২০১৬ সালের ৮ মার্চ একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদিচ্ছায় ছাতক সিমেন্ট কারখানা আধুনিকায়নের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।


বিসিআইসি’র চেয়ারমান এহছানে এলাহি’র সভাপতিত্বে ও সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমএ রশীদ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), বিসিআইসি পরিচালক লুৎফুর রহমান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী (বীর প্রতীক), ছাতক সিমেন্ট কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক ও পিডি এএফএম আবদুল বারী, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, সিবিএ সেক্রেটারী আবদুল কদ্দুছ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কোম্পানীর সিবিএ সভাপতি হাবিবুর রহমান কাজল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমূখ। এর আগে বিকেল ৪টায় ছাতক সিমেন্ট কারখানার আধুনিকায়ন প্রকল্প কাজের আনুষ্টানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। সভায় শিল্পমন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন আ’লীগ নেতা আফজাল হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আখলাকুর রহমান, আমিরুল হক, আবদুল মছব্বির, আবদুল খালিক, অদুদ আলম, কাজী আনোয়ার মিয়া আনু, জসিম উদ্দিন রানা, বিল্লাল আহমদ, মুরাদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল আহসদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা তজ্জমুল হক রিপন, মাহবুব আলম প্রমূখ।