ছাতক প্রতিনিধি: ছাতক সিমেন্ট কারখানার প্রায় ৯’শ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন প্রকল্পের কাজ উদ্বোধনে বৃহস্পতিবার (১১ মার্চ) ছাতকে আসছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, শিল্প সচিব কে এম আলী আজম ও বিসিআইসির চেয়ারম্যান এহছানে এলাহী। ছাতক সিমেন্ট কারখানায় নির্মানাধীন নতুন প্রকল্প ড্রাই প্রসেস সিমেন্ট ফ্যাক্টরীর নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার শিল্প মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সচিব, বিসিআইসির চেয়ারম্যানসহ শিল্প মন্ত্রনালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগন কারখানায় অবস্থান করবেন। বিকেল ৩টায় নতুন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। পরে মন্ত্রী কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব যোগদান করবেন। সন্ধ্যায় লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা পরিদর্শন শেষে কারখানা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। পরে মন্ত্রী ছাতক সিমেন্ট কারখানার রেষ্ট হাউজে রাত্রী যাপন করবেন। শুক্রবার সকাল ৯টায় নিটল-নিলয় পেপার মিলে এক্সপার্ট কোয়ালিটি কার্টিজ পেপার মিল এবং নিটল-নিলয় টায়ারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) গোলাম রব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।