• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে মাতলামির প্রতিবাদ করায় মাদকসেবীদের হামলায় আহত ৩

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১০, ২০২১
ছাতকে মাতলামির প্রতিবাদ করায় মাদকসেবীদের হামলায় আহত ৩

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে মদ পান করে মাতলামির প্রতিবাদ করায় মাদকসেবীদের হামলায় তিন ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামে। এ ঘটনায় ৭জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, তকিপুর গ্রামের মৃত ঠাকুর আলীর ছেলে ওয়ারিছ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। একাধিকবার সে পুলিশের হাতে ধরা পড়ে জেলও কেটেছে। মঙ্গলবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মাতাল অবস্থায় গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মকছদ মিয়ার বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে মহিলাদের অশ্লিল ভাষায় গালাগাল ও অসামাজিক কথা-বার্তা শুরু করে ওয়ারিছ। বিষয়টি মকছদ মিয়া গ্রামের বিভিন্ন লোকজনকে তাৎক্ষনিক অবহিত করেন। এক পর্যায়ে পুলিশ প্রশাসনের কাছে মাতালকে তুলে দেয়ার জন্য গ্রামের সৈয়দ আলীর ছেলে মতলিব আলী তার বাড়িতে এনে রাখেন অভিযুক্ত ওয়ারিছকে। এদিকে ওয়ারিছ আলীকে পুলিশে দেয়া হবে এমন সংবাদ পেয়ে তার সহযোগিরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং বসতঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে মতলিব আলী (৩২), ছায়াদ আলীর ছেলে মাসুক মিয়া (৪৭) ও আশিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান (১৮) আহত হয়। সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক থানার উপ-পরিদর্শক মাসুদ রানাসহ একদল পুলিশ। এসময় স্থানীয় ইউপি সদস্য হুসাইন আহমদ লনি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা এমএ গফাফার, হাফেজ আবদুল হাইসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বুধবার সকালে আহত মতলিব আলী বাদী হয়ে গ্রামের মৃত ঠাকুর আলীর ছেলে ওয়ারিছ আলী, আমির আলীর ছেলে রুমন মিয়া ও জুনেদ মিয়া, মৃত আইনুল্লার ছেলে আশকর আলী, মৃত সোনা উল্লার ছেলে সেবুল মিয়া ও নুরুল হক, ওয়ারিছ আলীর ছেলে কাউছার আহমদকে অভিযুক্ত করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।