• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৭, ২০২১
ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন

ছাতক প্রতিনিধি :: ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭-ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ৭-ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন।

এসময় ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শফিক মিয়াসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, নিজাম উদ্দিন বুলি, মকবুল আলীসহ বীর মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন।

এসময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলির আবেগঘন বক্তব্যে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।