• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অভিযানে আটকের পর বিদেশি মদ বিক্রির অভিযোগে পুলিশের দুই এসআই প্রত্যাহার

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৭, ২০২১
অভিযানে আটকের পর বিদেশি মদ বিক্রির অভিযোগে পুলিশের দুই এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:বিদেশি মদ বিক্রির অভিযোগে সুনামগঞ্জে পুলিশের দুই এসআইকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন, শুধু প্রত্যাহারই শেষ কথা নয় এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেয়া হবে।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই নোবেল সরকার ও এসআই অপূর্ব সাহা।,
সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সুত্র জানায়, সীমান্তবর্তী দোয়ারাবাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে গত ২৮ ফেব্রæয়ারি বাংলাবাজার ইউনিয়নের পেশাদার দুই মাদক কারবারীকে চার কার্টুন বিদেশি মদ সহ আটক করেন থানার দুই এসআই ও তাদের সঙ্গীয় ফোর্স।
এক কার্টুন মদ জব্দ দেখিয়ে মামলা দায়েরের পর কৌশলে অবশিষ্ট তিন কার্টুন মদ
বাংলাবাজার এলাকার পুর্ব পরিচিত তানিয়েল নামের অপর এক মাদক কারবারীর নিকট বিক্রি করে দেন থানার দুই গুণধর এসআই।
পরবর্তীতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি টিম দোয়ারাবাজারের বাংলাবাজারে ফের ২ মার্চ মাদক বিরোধী অভিযানে গেলে বাজারে থাকা তানিয়েলের সহোদর তানভিরের দোকান হতে ৩ কার্টুন বিদেশি মদ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তানভির জানায় থানার দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব কুমার সাহা এসব মদ তার ভাইয়ের নিকট বিক্রি করে গেছেন।,
গোয়েন্দা পুলিশের টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সরজমিনে প্রাথমিক ভাবে দুই এসআই কতৃক মদ বিক্রির সত্যতা নিশ্চিত হন।,
রবিবার রাতে দোয়ারাবাজার থানার ওসি মো. নাজিম আলম জানান, পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার থানার অভিযুক্ত দুই এসআইকে পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেয়া হয়েছে।