• ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ 

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৭, ২০২১
সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ৭ মার্চ  সকাল ৮ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক,  ও প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, । এ সময়ে  মোয়াজ্জেম হোসেন রতন,  সংসদ সদস্য,  এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ সংসদ সদস্য.    মোঃ মিজানুর রহমান বিপিএম, পুলিশ সুপার, ; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ  সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবীর ইমন; সুনামগঞ্জ পৌরসভার মেয়র  নাদের বখত   সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।