• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে গরু চোরা চালানী-বিজিবির সংর্ঘষে এক চোরাচালানী নিহত 

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৬, ২০২১
সুনামগঞ্জে গরু চোরা চালানী-বিজিবির সংর্ঘষে এক চোরাচালানী নিহত 

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ :সুনামগঞ্জ সদর উপজেলার বনগাও সীমান্তে গরু চোরাচালানীদের  সাথে   বিজিবির  সংর্ঘষে এক     চোরা চালানী      নিহত ও একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে।

শনিবার (৬ মার্চ) দুপুরে রঙ্গাচর ইউনিয়নের বনগাও ৩০টি গরু নিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবির সদস্যরা তাদের আটক করলে এ সংঘর্ষ বাধে। এসময় বিজিবির সদস্যদের দা দিয়ে কুপ দিলে লেন্স নায়েক মারমা গুরুতর আহত হয় পরবর্তীতে বিজিবি আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি চালালে গরু চুরাকারবারি ‌রঙ্গাচর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কামাল মিয়া গুলিবিদ্ধ হয়।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে সীমান্তে নিয়মিত টহলে ছিল আমার বিজিবির ৬ জন সদস্য এসময় ৩০টি গরু নিয়ে কয়েকজন সীমান্ত পাচার করার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং এক পর্যায়ে গ্রামবাসীরা বিজিবির উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং কামাল মিয়া নেতৃত্বে আমার সদস্য উপর দা লাটি নিয়ে এগিয়ে আসে এসময় তারা বিজিবি লেন্স নায়েক মারমা উপর দা দিয়ে কুপ দিলে তার হাতে গুরুতর জখম হয় এবং সে মাটিতে পড়ে গেলে গ্রামবাসীরা তার মাথায়ও আঘাত করে এসময় আত্মরক্ষায় বিজিবি ২ রাউন্ড গুলি চালালে একটি গুলি চুরাকারবারি কামাল এর গায়ে লাগে এবং একটি উপর দিকে চলে যায়। তবে চুরাকারবারি কামাল নিহত হয়েছে কি না সেটা নিশ্চিত করে বলতে পারবো না।

এদিকে সংঘর্ষ পর গরু চুরাকারবারি কামাল (৩৫) মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এসময় কামালকে সিলেট নেওয়ার পথেই মারা যায়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে সে সিলেট আসার পথেই মারা যায়।