• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

ছাতকের বারকাহন মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৬, ২০২১
ছাতকের বারকাহন মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন

 

ছাতক প্রতিনিধি: ছাতকে নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যাল ম্যাচ নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি-পাটিবাগ স্পোর্টিং ক্লাব ও ছাতক সদর ইউনিয়নের মধুকোণী একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১-০ গোলে বাতিরকান্দি-পাটিবাগ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। ফাইন্যাল খেলা শেষে বিজয়ীদলের হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে একটি ২৪’এলইডি টিভি তুলে দেন অতিথিবৃন্দ। উক্ত ফাইন্যাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাহিদ আলী, নাসির উদ্দিন, ছাতক সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী এসএম লায়েক শাহ, ছালেহ আহমদ, আফতাব মিয়া তালুকদার, ছালিক মিয়া তালুকদার, সাজ্জাদ মিয়া তালুকদার, সাদিক খান, লিজন তালুকদার, বদরুল আলম, খেলা পরিচালনা কমিটির রেজাউল হক রাজু তালুকদার, জুয়েল মিয়া, তেরাব আলী, শাহনাজ আহমদ, সেলিম মিয়া, জামাল উদ্দিন, আকবর আলী প্রমুখ।