• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় শনিবার ১৫৮ জনের মৃত্যু,আক্রান্ত ৬,০৪০ জন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৬, ২০২১
ইংল্যান্ডে করোনায় শনিবার ১৫৮ জনের মৃত্যু,আক্রান্ত ৬,০৪০ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  শুক্রবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরো ১৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ছিলো ২৩৬ জন, বৃহস্পতিবার ছিলো ২৪২ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪১৯ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,০৪০ জন। গতকাল শনিবার ৫৯৪৭ জন, শুক্রবার ছিলো ৬,৫৭৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ১৩ হাজার ৩৪৩ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১৫৪২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ২৭৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৬৮ জন।