বিবিএন নিউজ ডেস্ক :ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ শেরপুর সেতুতে বৈদ্যুতিক বাতি না থাকায় সন্ধ্যার পর থেকেই ভূতুড়ে অবস্থা বিরাজ করে। ফলে সেতুটি অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। ছিনতাই, রাহাজানিসহ নানা অপরাধ সংঘটনের পাশাপাশি তাদের ফাঁদে পড়ে উঠতি বয়সের যুবকরাও দিন দিন বিপথগামী হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, সিলেট বিভাগের সাথে সারা দেশের যোগাযোগের অন্যতম সংযোগ কেন্দ্র ও চার জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার। এরশাদ সরকারের আমলে শেরপুরে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ হয়। কিন্তু এরপর থেকেই সেতুতে কোন বৈদ্যুতিক বাতি লাগানো হয়নি। রাত হলেই সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এ অন্ধকারকে কাজে লাগিয়ে ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীচক্র। সেতুর উভয় পাড়ে দুটি বাজারের ব্যবসায়ীসহ অগণিত লোকজন দিনের শেষে রাতে বাড়ি ফিরতে সেতু অতিক্রমকালে ছিনতাইকারীর খপ্পরে পড়েন। এছাড়া, সেতুর আশে পাশে কোন দুর্ঘটনা হলেই বিশাল যানজটের সৃষ্টি হয়। এ সময় ছিনতাইকারীদের স্বর্গ রাজ্য হিসেবে পরিণত হয় শেরপুর সেতু। এক পর্যায়ে ছিনতাইকারীরা সংবদ্ধ হয়ে গাড়ির যাত্রীদের টাকা পয়সাসহ মোবাইল ফোনও নিয়ে দৌড়ে পালিয়ে যায় বলে জানান স্থানীয় সমাজসেবক ও রাজনীতিবিদ ওলি মিয়া। যাত্রীরা তখন অসহায়ের মতো চিৎকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না বলে জানান তিনি। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই আমির উদ্দিন সিলেটের ডাককে বলেন, শেরপুর ও সাদীপুরের দুটো সেতুতে বৈদ্যুতিক বাতির জন্য সড়ক বিভাগের সাথে অতি দ্রুত আলোচনা করবেন।