বিবিএন নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি কার্যক্রমে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ডকুমেন্টারী সিলেট অঞ্চলের শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। গত মঙ্গলবার সকালে সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত সেরা ডকুমেন্টারীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ বিদ্যাপীটের পুরস্কার গ্রহন করেন প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি’র হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন খান, অজয় কৃষ্ণ পাল, শিক্ষার্থী এহসান আহমদ, সুপন রায় প্রেম, এম রাইয়ান, বৃষ্টি রানী ঘোষ, তানিশা তাপান্নুন তিথি ও আদ্রিতা অদিতি দিয়া। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেরা ডকুমেন্টারীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক নূর এ আলম, সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লেখক আল আজাদ প্রমুখ।