• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় শুক্রবার ২৩৬ জনের মৃত্যু,আক্রান্ত ৬,৫৭৩ জন

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৫, ২০২১
ইংল্যান্ডে করোনায় শুক্রবার ২৩৬ জনের মৃত্যু,আক্রান্ত ৬,৫৭৩ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় আরো ২৩৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিলো ২৪২ জন, বুধবার ছিলো ৩১৫ জন, মঙ্গলবার ৩৪৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৬১ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৪৭ জন। গতকাল শুক্রবার ছিলো ৬,৫৭৩ জন, বুধবার ছিলো ৬,৩৮৫ জন, মঙ্গলবার ছিলো ৬,৩৯১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৭ হাজার ৩০৪ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ হাজার ৪৯২ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১৫৯০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৮১৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৬৮ জন।