• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৪, ২০২১
ছাতকে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি: ছাতকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুরপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ অজ্ঞাতনামা ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে।

থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ আগুনে পুড়ে বিকৃত অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে । স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা পরিকল্পিতভাবে এ লোকটিকে হত্যা করে লাশ গোপণ করার উদ্দেশ্যে নির্জন এই এলাকায় রেখে গেছে। ছাতক থানার ওসি নাজিমউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান লাশের পরিচয় পাওয়া যায়নি।