লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ১ মার্চ . সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ‘ইএএলজি’ প্রকল্পের অর্থায়নে এ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বার্ষিক প্রতিবেদন (২০১৯-২০) এবং পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা (২০১৯-২৪) বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, সুনামগঞ্জ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী-এর সভাপতিত্বে এবং ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান নূর হোসেন, স্থানীয় সরকার শাখার এলজিসি কর্মসূচির জেলা কোঅর্ডিনেটর মিঠু রঞ্জন দাশ, শিমুলবাঁক, দরগাপাশা, পশ্চিম বীরগাঁও- ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদে ন্যাস্ত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।