বিবিএন নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বীরমুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়ার মৃত্যুর মাত্র ২ ঘণ্টা পর মারা গেলেন তাঁর স্ত্রী সুনারুন বেগম।
গত রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৪৫ মিনিটে মারা যান ফয়জুর রহমান। এর দুই ঘণ্টা পরেই তাঁর স্ত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন সুনারুন বেগমের ছেলে আব্দুল্লাহ আল মুন্না। মৃত্যুকালে বীরমুক্তিযোদ্ধার বয়স হয়েছিল ৬৫ বছর। আর তাঁর স্ত্রীর বয়স ৫৯ বছর। মৃত্যুকালে তারা ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এক সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রাম মধ্যম মহল্লার মরহুম তফজ্জুল আলীর ছেলে বীরমুক্তিযোদ্ধা ফয়জুর রহমান কটই মিয়া। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বানীগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এসময় এক সাথে স্ত্রীর জানাযার নামাজও অনুষ্ঠিত হয়।