• ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাজা মওকুফের আবেদন : যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ৩, ২০২১
খালেদা জিয়ার সাজা মওকুফের আবেদন : যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিনের শর্ত শিথিল করার পাশাপাশি দণ্ডাদেশ মওকুফ করার আবেদন জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এটি বিএনপি নেত্রীর পক্ষে তার পরিবারের তৃতীয় দফা আবেদন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করা হয়। আবেদনপত্রে স্বাক্ষর করেছেন খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার।

এদিকে আবেদনটির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবেদনটি তারা পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত জানাবেন।

বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার আবেদনটি গতকাল (মঙ্গলবার) আমার হাতে দিয়েছেন। এতে শর্ত শিথিল করারও আবেদন করা হয়েছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানাব। এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবে সরকার।’

তিনি আরো বলেন, আবেদনে সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্র গতকাল (মঙ্গলবার) চিঠি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী। আমরা আশা করছি, তিনি বিষয়টি ইতিবাচকভাবে নেবেন।