• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ:ফের দখলের আশঙ্কা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২১
ছাতকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ:ফের দখলের আশঙ্কা

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে সওজ বিভাগের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন, সওজ বিভাগের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রিট আবদুল লতিফ খান। এসময় অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ ব্রিজের পূর্বপার থেকে ট্রাফিক পয়েন্ট ও ছাতক সড়কে সওজ বিভাগের জায়গায় অসংখ্য স্থাপনা গড়ে উঠে। এতে কর্তৃপক্ষ প্রতি বছর এসব স্থাপনা উচ্ছেদ করে দেয়ার পর আবারও গড়ে উঠে স্থাপনা। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য নোটিশ করে মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলকারীরা কর্নপাত করেন নি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা ৪ঘন্টা উচ্ছেদ অভিযানে গুটিয়ে দেয়া হয় অসংখ্য সেমি পাকা ও টিনসেডের অবৈধ স্থাপনা। এসময় অনেকেই তাদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারী জায়গা দখল করে স্থাপনা তৈরির পর ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ টাকা কামাই করছেন মার্কেট মালিকরা। মালিকানা মার্কেটের সামনে সরকারী জায়গায় ফুটপাত ব্যবসায়ীরাও তাদেরকে প্রতিদিন ১৫০ থেকে ১শ’ টাকা চাঁদা দিতে হচ্ছে। এদের কাছ থেকে রেহায় পায়নি জুতা সেলাইকারী মুছিও। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তাৎক্ষনিক গোবিন্দগঞ্জের চিত্র কিছুটা মুক্ত হলেও দখলকারীরা ফের দখলে মেতে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীরা।