• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুঃস্থ নারীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২১
সুনামগঞ্জে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুঃস্থ নারীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং এসোসিয়েটস্ ফর ইনোভেটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (এআইআরডি) লি. এর বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ২ মার্চ,   সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুঃস্থ নারীদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জেলা প্রশাসক,
 মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেট মহিলা সংরক্ষিত আসনের  সংসদ সদস্য  মোছাঃ শামীমা আক্তার খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত কর্মসূচি পরিচালক  মর্জিনা ইয়াসমিন; এআইআরডি, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক  মাসুদ সিদ্দিক। এসময় উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপপরিচালক, মহিলা বিয়ষক অধিদপ্তর, সুনামগঞ্জসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।