ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা দুইটা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করেন, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আবু আলী সিকন্দর, মাওলানা নূর উদ্দিন, আজিজুল হোসেন, আমির উদ্দিন ও মাস্টার আবদুল লতিফ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা। প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন, বি-বাড়িয়ার মাওলানা মুফতি নূরুল আমিন খাঁন। বিশেষ আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার মাওলানা মুফতি আলাউর রহমান হাবিব। এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আবু তায়্যিব সৎপুরী, মাওলানা আবুল কালাম আজাদ হবিগঞ্জী ও মাওলানা মুফতি ফজলুর রহমান কবির খান্দানী কিশোরগঞ্জী। মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন ও সুপার মাওলানা জহুর আলীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ছাতকে দু’টি মহিলা দাখিল মাদরাসার মধ্যে একটি দিঘলী রাহমানিয়া দাখিল মাদরাসা একটি। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকল পাড়া গ্রামে ১৯৮৯ সালে স্থাপিত হয়। ২০১৯ সালের জুলাই মাসে উপজেলার অন্যান্য মাদরাসার মধ্যে এটিও এমপিও লাভ করে। এ প্রতিষ্ঠানে ১৮জন শিক্ষক-কর্মচারীসহ ৫শ’ শিক্ষার্থী রয়েছে। ২০১১, ১২, ১৩ এবং ১৪ সালে টানা চার বার দাখিল পরিক্ষায় শতভাগ ফলাফল অর্জন করেছে। এ হিসেবে এলাকায় প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে।