• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুশতাকের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২১
মুশতাকের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর

ঢাকা প্রতিনিধিঃ কারাবন্দি লেখক মুশতাক আহমেদের কারাগারে রহস্যজনক মৃত্যুর ঘটনার স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর ঢাকায় কর্মরত ১৩ রাষ্ট্রদূতের এক যৌথ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই আহবান জানালো। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র নেড প্রাইস এক অফিসিয়াল টুইট বার্তায় এ আহ্বান জানান।

টুইট বার্তায় ঢাকায় কর্মরত ১৩ রাষ্ট্রদূতের যৌথ বিবৃতিটি সংযুক্ত করে তিনি বলেনঃ

“কারাবন্দি অবস্থায় বাংলাদেশি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন, যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক ছিলেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি এবং সকল দেশের প্রতি স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সমুন্নত রাখতেও আহ্বান জানাচ্ছি।