• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

সবাইকে টিকা নেয়ার আহবান জানালেন ব্রিটেনের রানী

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২১
সবাইকে টিকা নেয়ার আহবান জানালেন ব্রিটেনের রানী

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ সবাইকে করোনা ভাইরাসের টিকা নিতে উৎসাহ দিয়ে বলেছেন, অন্যদের কথা চিন্তা করে অন্ত:ত টিকা গ্রহন করুন।

৯৪ বছর বয়সী রানী এবং তার স্বামী ৯৯ বছর বয়সী ডিউক অফ এডিনবার্গ জানুয়ারী মাসে টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সম্প্রতি তিনি বৃটেনের ভ্যাকসিন কার্যক্রমের প্রধানদের সঙ্গে একটি ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। এতে তাকে ভ্যাকসিন গ্রহণের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। রাণি বলেন, আমার যতদূর মনে হয়েছে এটি বেশ নিরাপদ। খুব দ্রুতই ভ্যাকসিন দেয়া হয়ে যায়। আমি অসংখ্য চিঠি পেয়েছি তারা জানিয়েছেন, ভ্যাকসিন নেয়া কতো সহজ বিষয়। আমি একদমই ব্যাথা পাইনি।

রানী খুব কমই তার স্বাস্থ্যের বিষয়ে কথা বললেও টিকা গ্রহনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।(জনমত)