• ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

করোনায় আবারো বিপর্যস্ত ইতালি,আতঙ্কিত প্রবাসীরা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২১
করোনায় আবারো বিপর্যস্ত ইতালি,আতঙ্কিত প্রবাসীরা

বিবিএন নিউজ ডেস্ক: যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন প্রকৃতির করোনার কারণে আবারো বিপর্যস্ত ইতালি। এ অবস্থায় দেশটির গবেষণা প্রতিষ্ঠানগুলো সরকার এবং সাধারণ জনগণকে সতর্ক বার্তা দিয়ে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও। 
ইতালিতে হঠাৎ করে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন প্রকৃতির করোনাভাইরাসকেই এর জন্য দায়ী করছে দেশটির গবেষণা প্রতিষ্ঠানগুলো। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে ইতালিতে করোনাভাইরাসের সব সূচকই ঊর্ধ্বমুখী।
করোনা আবারো লাগামহীন হয়ে পড়ায়, শঙ্কিত ইতালি সরকার এবং দেশটির সাধারণ মানুষ। চিন্তিত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও।
এ অবস্থায় সামাজিক দূরত্বসহ বিধিনিষেধ মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ইতালিতে প্রাদেশিক ভ্রমণের লকডাউন চলবে ২৭ মার্চ পর্যন্ত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে চলমান লকডাউন আরো কঠোর করে এর মেয়াদ বাড়ানো হতে পারে।