বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনের সর্বত্র করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কমলেও কিছু কিছু এলাকায় তা বাড়ছে, এই সংবাদ নিশ্চিত করেছেন ইংল্যান্ডের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার। বিবিসি জানিয়েছে ইংল্যান্ডের মিডল্যান্ড, ইস্ট এন্ড ওয়েস্ট কোস্ট অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্থান আয়ারল্যান্ডের কিছু এলাকায় উর্ধ গতি লক্ষ্য করা যাচ্ছে। টেন ডাউনিং স্ট্রিটে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরা হয়।
এসময় জনগনকে সতর্ক হয়ে চলা এবং নিয়ম ভঙ্গ না করার আহবান জানানো হয়।