ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ছাতকে বেইলী ব্রীজ ভেঙ্গে আবারও সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সারা দেশের সাথে ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার ভোর রাতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর এলাকায় মাল বহনকারী ট্রাক ব্রীজটি অতিক্রম করতে গিয়ে সাপোর্ট এ্যাঙ্গেল খসে পড়ে ভেঙ্গে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ব্রীজের দু’পাশে কয়েক শতাধিক যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন আটকা পড়ে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম জনদূর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী সাধারণ। এর আগে গেল সোমবার রাতেও এ বেইলী ব্রীজটি ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ ব্রীজের ভাঙ্গা স্থানটি জোড়া-তালি দিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়ে উঠে। জানা যায়, ছাতক-সিলেট সড়কের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের আওতায় একযোগে ৬টি নতুন ব্রীজ নির্মাণের কাজ চলছে। স্থানীয় লোকজন জানান, প্রায় ৪ মাস পূর্বে পুরাতন ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর থেকেই নিয়মিত এসব অস্থায়ী বেইলী ব্রীজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু অধিকাংশ যানবাহন শর্তাবলি মানছে না।
ছাতক সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এসডিও কাজী নজরুল ইসলাম বলেন, প্রতিটি বেইলী ব্রীজের মুখে সড়ক ও জনপথ বিভাগের ‘১০ টনের অধিক মালামাল নিয়ে যাতায়াতের নিষিদ্ধ’ কথাটি লেখা থাকলেও ভারী যানবাহন গুলো ৩৫/৪০টন মালামাল নিয়ে বেইলী ব্রীজ অতিক্রম করায় বার বার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন ব্রীজ মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।