বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে বুধবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও আরো কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরো ৩২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ছিলো ৪৪২ জন, মঙ্গলবার ছিলো ৫৪৮ জন, সোমাবার ছিলো ১৭৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭০ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৯৮৫ জন। গতকাল বুধবার ছিলো ৯,৯৩৮ জন, মঙ্গলবার ছিলো ৮,৪৮৯ জন, সোমবার ছিলো ১০,৬৪১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৫৪ হাজার ৫৬২ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ হাজার ৫৯ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২১১৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ৮৩৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ০০ হাজার ৭১৮ জন।