• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতীয় মদ,কাঠ,কয়লা,মটর ডাল,গরু,মোটর সাইকেল সহ দুুই জনকে আটক করেছে সুনামগঞ্জ বিজিবি 

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২১
ভারতীয় মদ,কাঠ,কয়লা,মটর ডাল,গরু,মোটর সাইকেল সহ দুুই জনকে আটক করেছে সুনামগঞ্জ বিজিবি 

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:সুনামগঞ্জ জেলার  বনগাঁও বিওপির টহল দল    সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রঙ্গারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ১০৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১,৬২,০০০/- টাকা।

বাঁশতলা বিওপির টহল দল ২৪ ফেব্রুয়ারি  দোয়ারাবাজার উপজেলাধীন  বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ৬,০০০ পিস ভারতীয় জীবন বিড়ি এবং ২,০০০ পিস টাটা বিড়ি আটক করে, যার মূল্য ১৩,৬০০/- টাকা।

বোগলাবাজার বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলাধীন  বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ১টি ভারতীয় গরু আটক করে, যার মূল্য ২০,০০০/- টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং বিড়ি ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন ২৮ বিজিিব অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম।