• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু আর নেই
সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের বিশিষ্টজন হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ চর্চা গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট  বজলুল মজিদ চৌধুরী খসরু  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

বুধবার ( ২৫  ফেব্রুয়ারি )  দুপুরে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাঙ্খি ও স্বজন রেখে গেছেন।

মৃত্যু সংবাদ পেয়ে তার নিজ বাড়ি শহরের ষোলঘর পয়েন্ট এলাকায় সমবেত হয়েছেন সুনামগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ। শেষ বারের মতো দেখতে ও রুহের মাগফেরাত কামনা করতে এসেছেন তারা। এখনো জানাযার নামাজের সময় নির্ধারণ করেনি পরিবার। তবে ঢাকায় তার কণ্যা সন্তান থাকায় তিনি রওয়ানা করেছেন। পরবর্তিতে এই আইনজীবির মরদেহ দাফন প্রক্রিয়া ও কার্যক্রমের সময় নির্ধারণ হবে বলে জানানো হয়েছে।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী।