• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু আর নেই
সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের বিশিষ্টজন হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ চর্চা গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি এডভোকেট  বজলুল মজিদ চৌধুরী খসরু  হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

বুধবার ( ২৫  ফেব্রুয়ারি )  দুপুরে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাঙ্খি ও স্বজন রেখে গেছেন।

মৃত্যু সংবাদ পেয়ে তার নিজ বাড়ি শহরের ষোলঘর পয়েন্ট এলাকায় সমবেত হয়েছেন সুনামগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ। শেষ বারের মতো দেখতে ও রুহের মাগফেরাত কামনা করতে এসেছেন তারা। এখনো জানাযার নামাজের সময় নির্ধারণ করেনি পরিবার। তবে ঢাকায় তার কণ্যা সন্তান থাকায় তিনি রওয়ানা করেছেন। পরবর্তিতে এই আইনজীবির মরদেহ দাফন প্রক্রিয়া ও কার্যক্রমের সময় নির্ধারণ হবে বলে জানানো হয়েছে।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী।