বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে বুধবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরো ৪৪২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ছিলো ৫৪৮ জন, সোমাবার ছিলো ১৭৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৭৫৭ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৯৩৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৮,৪৮৯ জন, সোমবার ছিলো ১০,৬৪১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ হাজার ৮০৩ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২২৭৩ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৮৭৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৬৯ হাজার ১০৫ জন।