• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে এবি ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১
ছাতকে এবি ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে এক ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।নিহত কর্মকর্তার  নাম এখলাছুর  রহমান আশরাফী(৩৭)। গতকাল মঙ্গলবার সকালে এ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। এখলাছুর রহমান আশরাফী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার সাবদালপুর গ্রামের বাসিন্দা ও এবি ব্যাংক ছাতক শাখার প্রিন্সিপাল অফিসার। জানা যায়, অবিবাহীত একলাছুর রহমান আশরাফী ব্যাংক সংলগ্ন শহরের বাগবাড়ী এলাকার মাসুক মিয়া মালিকানাধিন একটি বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন। প্রায় ৪ বছর ধরে এবি ব্যাংক ছাতক শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে সে অনুপস্থিত থাকলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডেকে আনতে এক কর্মচারীকে পাঠান তার বাসায়। বাসায় গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কর্মচারী ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে দ্রুত ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার(ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এবং ওসি(অপারেশন) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠান। এ ব্যাংক কর্মকর্তার কি কারনে মৃত্যু ঘটেছে তা জানা যায়নি। তবে কেউ-কেউ মনে করছে বিষ পানে তার মৃত্যু ঘটেছে। আবার কেউ-কেউ মনে করছেন তার মৃত্যু হয়েছে হার্ড এ্যাটাকে। এবি ব্যাংক ছাতক শাখার সহকারী ম্যানেজার বিষ্ণুপদ দেব জানান, মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানানো হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এ ব্যাপারে জানান, ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানা যাবে।