দোয়ারাবাজার প্রতিনিধি :জলমহাল নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সিলেটের দিনকাল ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি এবং অনলাইন বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার এনামুল কবির মুন্নাকে মোবাইলে দেখে নেওয়ার হুমকি প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার এক বিবৃতিতে সাংবাদিক এনামুল কবির মুন্নার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সোহেল আহমদ মিন্টু, জামাল উদ্দিন, সদস্য সচিব এনামুল কবির মুন্না, সদস্য দেলোয়ার হোসেন, যোবায়ের মাহমুদ, আসাদুর রহমান ইজাজ, সোহেল মিয়া, ইসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের দিনকাল পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘দোয়ারাবাজারে জলমহালের নীতিমালা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন সকাল ৯টা ৩৭ মিনিটে এক অজ্ঞাতনামা ব্যক্তির ০১৭১৬৯০৫০৭৪ নম্বর থেকে সাংংবাদিক এনামুল কবির মুন্নার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে দোয়ারাবাজার থানায় একটি জিডি করেন। জিডি নং ৭৬৯/২০২১।