• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে অগ্নিকান্ডে ৪ বছরের শিশুসহ দম্পতির মৃত্যু,অপর তিন শিশু হাসপাতালে

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১
ইংল্যান্ডে অগ্নিকান্ডে ৪ বছরের শিশুসহ দম্পতির মৃত্যু,অপর তিন শিশু হাসপাতালে

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডের ডেভন এলাকায় ঘরে অগ্নিকান্ডের ঘটনায় ৪ বছরের মেয়ে শিশুসহ এক দম্পতির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় রোববার ভোররাত সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌছায় ফায়ার ফাইটার কর্মীরা।

এক্সটারার এলাকার ক্লেটন রোড়ের অগ্নিকান্ডের ঘটনায় ২৯ বছর বয়সী এক পুরুষ এবং ২৮ বছর বয়সী মহিলার মৃত্যু হয়।

বাড়ীতে থাকা আরো তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ২ ছেলে শিশুর বয়স ৪ এবং ৯ বছর। অপর মেয়ে শিশুর বয়স ৭ বছর। তাদের অবস্থা স্থিতিশীল।
পুলিশ এই ঘটনাকে উদ্বেগজনক এবং মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছে।(ওয়ানবাংলা)