• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

শায়খ আমিন সিরাজের খাটিয়া বহন করে দাফনকার্যে এরদোগান

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১
শায়খ আমিন সিরাজের খাটিয়া বহন করে দাফনকার্যে এরদোগান

বিবিএন নিউজ ডেস্ক:বিশিষ্ট আলেম ও হাদিস বিশেষজ্ঞ শায়খ মুহাম্মাদ আমিন সিরাজের খাটিয়া বহন করে দাফনকার্যে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

রবিবার ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে বিখ্যাত এ তুর্কি আলেমের জানাজায় অংশ নিয়ে নিজ কাঁধে তার খাটিয়াও বহন করেন তিনি।
বিংশ শতাব্দীর ধর্মহীন আধুনিক তুরস্কে ইসলামের পুনর্জাগরণে ব্যাপক অবদান রেখেছিলেন নিভৃতচারী আলেম শায়খ আমিন সিরাজ। তিনি শুক্রবার ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শায়খ সিরাজের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতির কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। এছাড়াও তার কাছে বিভিন্ন সময় যাতায়াত করতেন এবং তার নির্দেশনা শুনতেন বলে জানান তিনি।

আধুনিক তুরস্কের ধর্মহীনতার বেড়াজালে যে নিভৃতচারী আলেমরা ইসলাম প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেন, তাদের অন্যতম ছিলেন শায়খ আমিন সিরাজ। তিনি লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, পাঠদান, দাওয়াতসহ মুসলিম সমাজ পুনর্জাগরণে সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখেন।