• ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

বিধিনিষেধ মেনেই লন্ডনে শহীদ বেদিতে ফুল দিলেন প্রবাসীরা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১
বিধিনিষেধ মেনেই লন্ডনে শহীদ বেদিতে ফুল দিলেন প্রবাসীরা

বিবিএন নিউজ ডেস্ক : বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক আয়োজনে বিপুল সংখ্যক কমিউনিটির মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকলেও এবার ছিলো ব্যতিক্রম।

করোনা মহামারীজনিত কারণে লন্ডনে এবারের অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস উদযাপনে জনসমাবেশ বাতিল করা হলেও অনেকেই ব্যক্তিগতভাবে গভীর রাতে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আলতাব আলী পার্কে স্থাপিত শহীদ মিনারে ছিলো কড়া পুলিশি নিরাপত্তা।

রাতে পুলিশি টহল থাকায় যে কয়জন ফুল নিয়ে এসেছিলেন তাদেরকে পুলিশের দেয়া বিধিনিষেধ মেনেই শহীদ বেদিতে ফুল দিতে হয়েছে।

একইভাবে প্রভাত ফেরী অনুষ্ঠানও বাতিল করা হয়। তারপরও বহু শিশুসহ তাদের পরিবার আসে শহীদ মিনারে। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনারে।

এদিকে দিনটি পালন উপলক্ষে ভাচুর্য়াল আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন লন্ডন। হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারসহ কমিউনিটির বিশিস্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের মাতৃভাষার গুরুত্ব ও স্কুলে ভাষা শিক্ষার উপর জোরদেন পপলার এন্ড লাইম হাউজের এমপি আফসানা বেগম।

অন্যদিকে দিনটি পালন উপলক্ষে ব্রিটেনের বিভিন্ন শহরে ভাচুর্য়াল আলোচনা অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় প্রচার হতে দেখা যায়।(জনমত )