বিবিএন নিউজ ডেস্ক : করোনা মহামারির মধ্যেও বিধিনিষেধ ভঙ্গ করে একটি গির্জার কর্তৃপক্ষ কার পার্কে সভা করার অভিযোগে আয়োজককে ১০ হাজার পাউন্ড জরিমানা করেছে পুলিশ।
নটিংহামশায়ার পুলিশ জানায় ‘চার্চ অন দ্যা স্ট্রিট সার্ভিস’ স্থানীয় বুলওয়েল বারডনি ড্রাইভে প্রায় ৩০ জনের উপস্থিতে এই সভার আয়োজন করে।
শনিবার সকাল ১২টা ১৫ মিনিটে পুলিশ পৌছায় এবং সেখানে গিয়ে ট্রেন্ট, খাবার এবং সাউন্ড সিসটেম দেখতে পায়। তবে গির্জার যাজক চেজ ওয়েয়ার বলেছেন তিনি এই জরিমানা বিরুদ্ধে লড়বেন।