• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে লকডাউন শিথিলের রোডম্যাপ ঘোষণা:সামাজিকতায় ২১ জুন পর্যন্ত বহাল থাকবে আইনী বাধ্যবাদকতা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১
ইংল্যান্ডে লকডাউন শিথিলের রোডম্যাপ ঘোষণা:সামাজিকতায় ২১ জুন পর্যন্ত বহাল থাকবে আইনী বাধ্যবাদকতা

বিবিএন নিউজ ডেস্ক : চার দফায় ধীরে ধীরে ইংল্যান্ডের লকডাউন শিথিলের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সন্ধ্যা টেন ডাউনিং স্ট্রীটে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

প্রথম ধাপ :

৮ মার্চ থেকে সব স্কুল খুলবে। একই সঙ্গে ঘরের বাইরে ভিন্ন পরিবারের দুজন দেখা স্বাক্ষাত করতে পারবে।

২৯ মার্চ থেকে রোল অব সিক্স চালু হবে। অর্থাৎ দুই পরিবারের সদস্যরা আউটডোর মিলিত হতে পারবেন। একই সঙ্গে আউটডোর খেলাধুলার ফ্যাসিলিটি খুলে দেওয়া যাবে।

দ্বিতীয় ধাপ :

১২ এপ্রিল থেকে ইংল্যান্ডে দোকানপাট, সেলুন, জিম, চিরিয়াখানা, থীম পার্ক এবং আউটডোর হসপিটালিটি সেক্টর খুলে দেওয়া হবে।

তৃতীয় ধাপ :

১৭ মে থেকে সামাজিকতার ক্ষেত্রে বেশির ভাগ বিধি নিষেধ তুলে নেওয়া হবে। অবাধ মেলা মেশার সুযোগ আরো বাড়িয়ে দেওয়া হবে।

চতুর্থ ধাপ :

২১ জুন থেকে সামাজিকতার ক্ষেত্রে সব ধরনের আইনী বাধ্যবাধকতা তুলে নেওয়ার আশা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে স্থানীয় প্রশাসন লকডাউন শিথিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার প্রায় চার সপ্তাহ পর হাসপাতালের রোগি ভর্তির সংখ্যা কমেছে। এতে ফাইজার ভ্যাকসিনের ৮৫ শতাংশ এবং আস্ট্রাজেনিকা ভ্যাকসিনে ৯৪ শতাংশ অবদান রয়েছে বলে জানানো হয়।(ব্রিটবাংলা)