• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ক্রিসমাসের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু,রবিবার ২১৫ জনের মৃত্যু,আক্রান্ত ৯,৮৩৪ জন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২১
ইংল্যান্ডে ক্রিসমাসের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু,রবিবার ২১৫ জনের মৃত্যু,আক্রান্ত ৯,৮৩৪ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  রবিবার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় আরো ২১৫ জনের মৃত্যু হয়েছে। যা ক্রিসমাসের পর সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিলো ৪৪৫ জন, শুক্রবার ছিলো ৫৩৩। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫৮০ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৮৩৪ জন। গতকাল শনিবার ছিলো ১০,৪০৬ জন, শুক্রবার ছিলো ১২,০২৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ১৫ হাজার ৫০৯ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ হাজার ৪৬২ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৪৬৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ১২১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ১৫ হাজার ১৪৮ জন।