• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লন্ডনে কলার চালানে করে ১৮৪ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন পাচার:১০জন আটক

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১
লন্ডনে কলার চালানে করে ১৮৪ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন পাচার:১০জন আটক

বিবিএন নিউজ ডেস্ক : কলম্বিয়া থেকে কলার চালানে করে ব্রিটেনে আসা বিপুল পরিমান কোকেন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। ২৩০০ কেজি কোকেনের মূল্য প্রায় ১৮৪ মিলিয়ন পাউন্ড বলে জানিয়েছে পুলিশ। বিবিসির রিপোর্টে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই বিপুল পরিমান মাদক দ্রব্যসহ পাচার কারিদের আটক করে।

পুলিশ জানায় পোর্টমাউথ থেকে প্যালেটগুলো পরিবহনে করে নর্থ লন্ডনের টুটেন হামের শিল্প এলাকায় নিয়ে আসা হয়।
সেখানে আগে থেকেই গোয়েন্দা পুলিশ উপস্থিত ছিলো। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১০জনকে আটক করে পুলিশ।(ওয়ানবাংলা)