• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শুধু স্বাধীনতার জন্য নয় বঙ্গবন্ধু ভাষার জন্য ও সংগ্রাম করেছেন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২১
শুধু স্বাধীনতার জন্য নয় বঙ্গবন্ধু ভাষার জন্য ও সংগ্রাম করেছেন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান বলেছেন বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রয়েছে। শুধু স্বাধীনতার জন্য নয় বঙ্গবন্ধু ভাষার জন্য ও সংগ্রাম করেছেন।  তখনকার সময় থেকেই দেশের বিরুদ্ধে, আমাদের মাতৃ ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল এখনো পাকিস্তানের প্রেমিকরা ষড়যন্ত্র করে যাচ্ছে এদের ব্যাপারে সবাই কে সতর্ক থাকতে হবে।
আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় বিশ্বমভর পুর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক জন সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম ছিদদিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫  আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক  , সুনামগঞ্জ ১  আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন  , সহ সভাপতি রেজাউল করিম শামীম, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, এড‌ভো‌কেট নান্টো রায়,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, তাহির পুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুছ ছোবহান আখঞ্জী, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদ  প্রমুখ।